•  SHALIKHA FAZIL (DEGREE) MADRASAH - Slide
  •  SHALIKHA FAZIL (DEGREE) MADRASAH - Slide
  •  SHALIKHA FAZIL (DEGREE) MADRASAH - Slide
  •  SHALIKHA FAZIL (DEGREE) MADRASAH - Slide
  •  SHALIKHA FAZIL (DEGREE) MADRASAH - Slide
Abu Saim Md. Motashim Billah, Principal

আবু ছাইম মো: মোতাছিম বিল্লাহ

অধ্যক্ষ, শালিখা ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা

                                                              অধ্যক্ষের বাণী-

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড, বাংলাদেশের জনগণের দোরগোড়ায় মাদরাসা শিক্ষা সেবা পৌঁছে দেবার লক্ষ্যে যাবতীয় কার্যাদী সম্পাদনে  ডিজিটাল প্রযুক্তি ব্যবহার  শিক্ষাবোর্ডের অধীন সকল মাদরাসার তথ্য অনলাইনে প্রেরণের ব্যবস্থা নেওয়া হয়েছে জেনে আমি আনন্দিত। বৃটিশ ঔপনিবেশিক আমলে মহৎপ্রাণ ব্যক্তি মরহুম আলহাজ্ব মাওলানা মনছুর রহমান (রহ:)  তাঁর সাহচার্য  ব্যাক্তি বর্গে দ্বারা ১৯৪৪ খ্রিঃ প্রতিষ্ঠিত হয়েছিল টাংগািইল জেলার মধুপুর উপজেলায়  ঐতিহ্যবাহী শালিখা ফাজিল ডিগ্রী মাদরাসাটি তখন থেকে প্রতিষ্ঠানটি এ্লাকায় শিক্ষা প্রসারে  অনন্য ভূমিকা পালন করে চলেছে। উন্নত আলোকিত জাতি গঠনে আধুনিক শিক্ষায় শিক্ষিত দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলার জন্য মাদরাসাটি প্রায় শতবর্ষ ব্যাপী পালন করছে মহান দায়িত্ব।

আগামীতেও এই মাদরাসার সাথে সংশ্লিষ্ট বিজ্ঞ শিক্ষকমন্ডলী, গভর্ণিংবডি শিক্ষানুরাগী ব্যাক্তিবর্গ তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে মাদরাসাটির সুনাম অক্ষুন্ন রাখতে সচেষ্ট থাকবেন বলে আমি আশাবাদী।
আমি এই মাদরাসার সার্বিক সাফল্য কামনা করি এবং সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক মোবারক বাদ।

                                                          আবু ছাইম মো: মোতাছিম বিল্লাহ

                                                                                  অধ্যক্ষ,

                                                                 শালিখা ফাজিল (ডিগ্রী) মাদরাসা